বিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিয়ানীবাজার উপজেলার দাসউরা হাফিজিয়া মাদ্রাসার সভাপতি হাজি রিয়াজ উদ্দিন (৭০) মাস্টার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত এবং ড্রাইভারসহ ফোরস্টোক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের প্রত্যেকের বাড়ি দাসউরা (দক্ষিণ) গ্রামে।
বুধবার বিকেল ৫টার দিকে লাউতা ইউনিয়নের গজারাই নামক স্থানে ফোরস্টোক সিএনজির সাথে মাটিটানার ট্রলির সরাসরি সংঘর্ষে এ ঘটনাটি ঘটে।
নিহত ও আহতরা বড়লেখায় একটি জানাজা শেষে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন। মর্মান্তিক এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে রিয়াজ উদ্দিন মাস্টার দীর্ঘদিন তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি মাথিউরা এবং চান্দলা আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব.) ছিলেন। একজন সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব হিসেবে এলাকায় তার পরিচিতি রয়েছে।