পাকিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত ১৩

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৩, ১:৪১ অপরাহ্ণপাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণে অন্তত ১৩ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
রোববার পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার রাতে ওয়াজিরিস্তান জেলার শাওয়াল এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
উত্তর ওয়াজিরিস্তান জেলা পুলিশ কর্মকর্তা নায়েক মুহাম্মাদ মৃতের সংখ্যা নিশ্চিত করে বলেছেন, ঘটনাটি ঘটেছে পাক-আফগান সীমান্তের কাছে শাওয়ালে। যে ভ্যানে করে শ্রমিকরা যাচ্ছিলেন সেটি বিস্ফোরণে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
পুলিশ জানায়, শনিবার রাতে এক ডজনেরও বেশি শ্রমিক একটি গাড়িতে করে উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল এলাকা থেকে দক্ষিণ ওয়াজিরিস্তানের দিকে যাচ্ছিলেন। এসময় শ্রমিকদের বহনকারী ব্যক্তিগত গাড়িটি গুল মীর কোর এলাকায় একটি ল্যান্ডমাইনে আঘাত করে এবং বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
স্থানীয় নেতা ইয়ার গুলের মতে, নিরাপত্তা বাহিনীর একটি কনভয়কে লক্ষ্য করে সন্ত্রাসীরা রাস্তার পাশে একটি বোমা পুঁতে রেখেছিল। নিরাপত্তা বাহিনীর কনভয় যাওয়ার সঙ্গে সঙ্গেই বোমাটি বিস্ফোরিত হয়।
নিহত শ্রমিকদের মধ্যে ১১ জন মেহসুদ উপজাতির, যারা স্পিন কামার এলাকার বাসিন্দা। অন্য দুইজন দক্ষিণ ওয়াজিরিস্তানের লোয়ার আহমেদজাই ওয়াজির এলাকার বাসিন্দা।
নিরাপত্তার কারণে ওই এলাকায় সব ধরনের মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
এর আগে গেলো ১২ আগস্ট একই জেলায় সন্ত্রাসী হামলায় দুইজন নিহত হয়েছে। এছাড়া ৮ আগস্ট ওয়াজিরিস্তান ও পেশোয়ারে আলাদা হামলায় দুই পুলিশসহ আরও চারজন নিহত হয়।
পুলিশের তথ্য মতে, ১৮ জুন ২০২২ থেকে ১৮ জুন ২০২৩ এর মধ্যে
খাইবার পাখতুনখোয়া প্রদেশে ১৫টি আত্মঘাতী বোমা হামলাসহ ৬৬৫টি জঙ্গি হামলার খবর পাওয়া গেছে।