সাংবাদিক সাজলু লস্করের বড় ভাইয়ের ইন্তেকাল, বিশিষ্টজনের শোক

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৩, ১২:০৩ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল সিলেট প্রতিদিনের সম্পাদক ও জেলা যুবলীগ নেতা সাজলু লস্করের বড় ভাই সাবেক ইউপি সদস্য আব্দুস সামাদ লস্কর মিন্টু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বুধবার (১২ এপ্রিল) সকাল ৮টা ২০ মিনিটে সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫১ বছর। তিনি স্ত্রী, এক ভাই, এক বোন, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দু’দফা জানাজা শেষে মরহুমের লাশ মানিকপীর গোরস্থানে দাফন করা হয়েছে।
মিন্টু লস্করের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ।
পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এদিকে, মিন্টু লস্করের প্রথম জানাজার নামাজ বুধবার বেলা ৩ টায় গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার সুন্দিশাইল পূর্ব জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এরপর বাদ আছর সিলেট নগরীর মানিকপীর (রহ:) মাজার প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে সেখানে তার লাশ দাফন করা হয়। জানাজা নামাজ পড়ান শায়খুল হাদিস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী। দাফন শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল মুহাইমিলিন।
এদিকে, মরহুমের দ্বিতীয় জানাজায় উপস্থিত ছিলেন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী আনোরুজ্জামান চৌধুরী, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল আহমদ শুয়েব, সিলেট জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মবশ্বির আলী, সিসিক কাউন্সিলর সালেহ আহমদ সেলিম, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ, সিলেট প্রতিদিনের বার্তা সম্পাদক এনামূল কবীর, দৈনিক শ্যামল সিলেটের চিফ রিপোর্টার মো. নাসির উদ্দিন, সিলেট জেলা যুবলীগ নেতা মিঠু তালুকদার, আকদছ আলী, শাহীন আহমদ, জসিম আহমদ, মনিরুল ইসলাম পিনু, সমাজসেবী মামুন আহমদ, সিলেট জেলা ছাত্রলীগে সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাইম আহমদ প্রমুখ।