সিলেট সিটিতে নৌকা প্রত্যাশী ১০জন

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৩, ১০:০৩ অপরাহ্ণসিলেট: আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন মোট ১০ জন। এরমধ্যে নৌকার প্রার্থী দেশি না বিদেশী এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। শেষ পর্যন্ত মনোনয়ন প্রত্যাশী দুই থেকে তিনজনের মধ্যে একজন নৌকা প্রতীকের জন্য মনোনীত করবেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত চার দিনে আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিক্রি করেছে। বুধবার (১২এপ্রিল) ছিল দলটির মনোনয়ন বিক্রির শেষ দিন।এই দশজনের মধ্যে নয়জন আওয়ামী লীগ নেতা এবং একজন ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ।
আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।তারা হলেন-যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোরুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক (কাউন্সিলর) আজাদুর রহমান আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এম এ হাসান জেবুল, সাংগঠনিক আরমান আহমদ শিপলু, সাংগঠনিক সম্পাদক (কাউন্সিলর) ছালেহ আহমদ সেলিম, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের ৭নং ওয়ার্ডের সদস্য মো.মাহি উদ্দিন আহমদ।
ইতোমধ্যে পাঁচ সিটিতে ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ২৫ মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি নির্বাচন। এছাড়া ১২ জুন দ্বিতীয় ধাপে খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ভোট অনুষ্ঠিত হবে। সবশেষ ২১ জুন রাজশাহী ও সিলেট সিটির ভোট অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে সবগুলো সিটি করপোরেশনেই ব্যালটে ভোট অনুষ্ঠিত হবে।