খাসা তরুণ সংঘের ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২৩, ৪:১১ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: পবিত্র মাহে রমজান উপলক্ষে খাসা এলাকায় ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ মার্চ) দুপুরে খাসা তরুণ সংঘ’র উদ্যোগে স্থানীয় ইসলাম কনভেনশন হলে প্রতিবারের ন্যায় এবারও গ্রামের অসচ্ছল পরিবারের মধ্যে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়।
সংঘ’র সভাপতি জাকির হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র জি.এস ফারুকুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামের বিশিষ্ট মুরব্বি, হাজী শামীম উদ্দিন, কসবা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাক্তন প্রধান শিক্ষক জনাব আব্দুল মান্নান, বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন জনাব আব্দুল বশির, উপস্থিত ছিলেন খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর এসএমসি সাবেক সভাপতি জনাব আলতাফ হোসেন, আরো উপস্থিত ছিলেন জনাব খলিলুর রহমান, জনাব শামসুল হক, গভনিং বডির চেয়ারম্যান চেয়ারম্যান জনাব জামিল আহমদ, গভনিং বডির সদস্য আমিল হোসেন, তারিন হাসান, মামুনুর রশিদ, সাবেক সভাপতি সাব্বির আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন গ্রামের মুরব্বিয়ান,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মকর্তাবৃন্দ, খাসা তরুণ সংঘ’র গভর্ণিং বডি,কার্যকরী কমিটি এবং সাধারণ সদস্যরা।
এবছর তরুণ সংঘ’র মাধ্যমে খাসা গ্রামের ১৬০ অধিক পরিবারের মধ্যে ১৫ কেজি চাল, ৫ কেজি আলু,৫ কেজি পিয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি চানা, ১ কেজি খেজুর ও ১ লিটার তেল করে বিতরণ করা হয়েছে।