গোয়াইনঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০১৯, ৭:৪৮ অপরাহ্ণগোয়াইনঘাট: গোয়াইনঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন।
রবিবার বেলা আনুমানিক আড়াইটায় উপজেলার সারী-গোয়াইনঘাট রাস্তার ধর্মগ্রামে এই ঘটনা ঘটে। সারীঘাটগামী নাম্বার বীহিন সিএনজি এবং গোয়াইনঘাটগামী লেগুনা সিলেট-ছ ১১০০২ মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারায় ১ জন।
আর প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে আশংকাজনক ভাবে হাসপাতালে প্রেরণ করেছেন। নিহত এবং আহতরা একই পরিবারের সদস্য এবং তারা উপজেলার আলীরগাঁও ইউনিয়নের (পাঁচপাড়া) মহিপুর গ্রামের ইসলাম উদ্দীনের স্ত্রী সন্তান।
ঘটনাস্থলে উপস্থিত জনতা দায়ী করছে নাম্বার বীহিন অবৈধ সিএনজি গাড়ী এবং লাইসেন্স বীহিন অবৈধ অদক্ষ চালকদের। দুর্ঘটনার প্রায় আড়াই ঘন্টা পরে ঘটনাস্থলে পৌছে গোয়াইনঘাট থানা পুলিশ।