সিলেটে দু’দিনের সফরে এমপি নাহিদ, বিমানবন্দরে অভ্যর্থনা
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০১৯, ২:৫০ অপরাহ্ণসিলেট: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ঘোষিত সিলেট বিভাগীয় প্রতিনিধি সভা ও নির্বাচনী এলাকায় পূর্বনির্ধারিত একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে দুু’দিনের সফরে সিলেটে এসে পৌঁঁছেছেন দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।
শনিবার দুপুরে বিমানের একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছান।
এ সময় বিমানবন্দরে সাবেক এই মন্ত্রীকে ফুলেল অভ্যর্থনা জানান, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম রাবেল, বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর, সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক ও সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, আওয়ামী লীগ নেতা আলীম উদ্দিন বাবলু, জেলা স্বেচ্ছাসেবক লীগেরর যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান প্রমুুুখ।
এদিকে আজ বিকালে বিয়ানীবাজার উপজেলার আছিরগঞ্জে ভাই ভাই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।
অপরদিকে রোববার সিলেটে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ঘোষিত বিভাগীয় প্রতিনিধি সভায় অংশ নিবেন দলের প্রেসিডিয়াম সদস্য নুুরুল ইসলাম নাহিদ এমপি।