ডাকসু নির্বাচনে সদস্য পদে নির্বাচিত সিলেটের রিফাত

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০১৯, ২:৫২ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদ নির্বাচনে সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিলেটের মো. আসিফুর রহমান রিফাত। তিনি বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক মনোনীত ‘সম্মিলিত শিক্ষার্থী সংসদ’ থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন।
সোমবার (১১ মার্চ) রাত ৮টায় হল প্রাঙ্গণে ফল ঘোষণা করা হয়।
আসিফুর রহমান রিফাত সিলেটের সাগরদিঘীরপাড় এলাকার বাসিন্দা। তার পিতার নাম আবুল খায়ের ও মায়ের নাম সিতারা বেগম। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ২য় বর্ষে অধ্যয়নরত আছেন।
রিফাত সিলেটের স্কুল-ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন।