বিয়ানীবাজার: ফুটবল নিয়ে এগিয়ে রোকশানা বেগম লিমা

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০১৯, ১০:২৭ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে চমক দেখাতে যাচ্ছেন ফুটবল প্রতীকের রোকশানা বেগম লিমা। বর্তমান পরিষদের ভাইস চেয়ারম্যান লিমার জনপ্রিয়তার কাছে অপর দু’প্রতিদ্বন্দ্বি প্রার্থী পুরোপুরি ধরাশায়ী।
তাদেরকে সাধারণ ভোটাররা ঠিকমতো দেখেননি বলেও জনশ্রুতি রয়েছে। এসব কারণে আসন্ন নির্বাচনে লিমার বিজয় অনেকটা সুনিশ্চিত বলে দাবী করেছেন তাঁর সমর্থকরা।
উচ্চশিক্ষিত রোকশানা বেগম লিমা বিগত পাঁচ বছরে ভাইস চেয়ারম্যান হিসেবে মানুষের মন জয় করতে সমর্থ হয়েছেন। তাদের যেকোন সুখে-দুঃখে সামর্থ অনুযায়ী পাশে দাঁড়িয়েছেন। সরকারি বরাদ্দ তুলনামূলক কম হলেও যা পেয়েছেন তার পুরোপুরি কাজে লাগানোর চেষ্টায় ব্যস্ত ছিলেন রোকশানা বেগম লিমা।
আসন্ন নির্বাচনে তিনি ফুটবল প্রতীক নিয়ে জনগণের কাছে ভোট প্রার্থনা করছেন। প্রতিদিন সকাল থেকে রাত অবধি প্রচারণা চালাচ্ছেন সমানতালে। ভোটারদের সাড়ায় ক্লান্তি তাঁকে দমে রাখতে পারছে না লিমাকে। ছুটে চলছেন ‘এ গ্রাম’ থেকে ‘ও গ্রামে’।
বিগত নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে তৎসময়ের অস্থায়ী চেয়ারম্যান রুমা চক্রবর্তীকে পরাজিত করে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন রোকশানা বেগম লিমা। সদাহাস্যজ্জ্ব্যোল লিমা বিজয়ের পর থেকেই সাধারণ মানুষের সাথে মিলেমিশে একাকার হয়েছেন।
এজন্য ভোটাররা অন্য দু’টি পদে ভোট নিয়ে দ্বিধায় থাকলেও লিমার ফুটবল প্রতীকের ভোটটি যেন অনেকেই আগেই নিশ্চিত করে রেখেছেন। অগণিত ভোটারের সাথে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।
তারপরও নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে খাঁটো করে দেখছেন না রোকশানা বেগম লিমা। এজন্য বিজয় সুনিশ্চিত করতে অপেক্ষাকৃত তরুণ ভোটারদের নিয়ে তিনি প্রচারণা অব্যাহত রেখেছেন। এ কাজে অনুপ্রেরণা, সাহস, শক্তি তথা সর্বাত্মক সহযোগীতা করছেন লিমার স্বামী বিয়ানীবাজার সরকারি কলেজের খন্ডকালিন প্রভাষক আরবাব হোসেন খান। সাবেক এ ছাত্রনেতা ভোটের কারিগর হিসেবে ইতিমধ্যে প্রতিষ্ঠা পেয়েছেন।
বলতে গেলেই তিনি একা লিমাকে নিয়ে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। এখন পাশে পাচ্ছেন অগণিত মানুষ। যা স্বামী-স্ত্রী দু’জনকে নির্বাচনী বৈতরণী পার হওয়ার অদম্য শক্তি যুগিয়েছে। তাদের বিশ্বাস, জয় হবেই।
রোকশানা বেগম লিমা বলেন, ‘একজন ভাইস চেয়ারম্যান কিংবা নারী হিসেবে বিগত ৫ বছর মানুষের পাশে ছিলাম। উপজেলার প্রায় প্রত্যেক গ্রাম-বাড়িতে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে। বলতে গেলে, ভোটারদের স্বতঃস্ফ‚র্ত সাড়া পেয়েই ফের এ পদে প্রার্থী হয়েছি।
তিনি বলেন, ‘প্রচারণার সময় অনেকেই বলছেন ফুটবলে ভোট দিবেন। আমারও বিশ্বাস, গতবারের চেয়ে এবার বেশি ভোটে বিজয়ী হবো।’ দলমত নির্বিশেষে সকলের ভোট, দোয়া ও সহযোগীতা কামনা করেছেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রোকশানা বেগম লিমা।