তরুণীকে ধর্ষণ, পুলিশকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০১৯, ৭:৩০ পূর্বাহ্ণঢাকা: মানিকগঞ্জের সাটুরিয়া থানার দুই পুলিশ কর্মকর্তা কর্তৃক ধর্ষণের শিকার তরুণীকে কেন ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সেই সাথে এই ঘটনায় সরকারের ব্যর্থতা ও নিস্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না – তাও জানতে চাওয়া হয়েছে।
চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন ও বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট – (ব্লাস্ট) এর পক্ষ থেকে করা এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল আলমের হাইকোর্ট বেঞ্চ রোববার রুলসহ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম। তার সাথে ছিলেন আইনজীবী জামিউল হক ফয়সাল।
প্রসঙ্গত, সাভারের এক নারী অভিযোগ করেন, সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার হোসেন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাজহারুল ইসলাম গত ১১ ও ১২ ফেব্রুয়ারি ডাক বাংলো তে আটকে রেখে তাকে ধর্ষণ ও মাদক সেবন করায়।
এরপর জেলা পুলিশ সুপার অভিযোগ পেয়ে মানিকগঞ্জ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান ও ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার হামিদুর রহমান সিদ্দিকীকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেন।
তদন্তে প্রাথমিক সত্যতা পান তদন্ত কমিটির সদস্যরা। ওই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপর দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়।