সুনামগঞ্জে নৌকা-আনারসের সমর্থকদের সংঘর্ষে আহত ১০

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০১৯, ৪:২৩ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা ডেস্ক।।
ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার নিয়ে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় নৌকা সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর (আনারস) সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার হবিবপুর ইউনিয়নের কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।জানা যায়, কেন্দ্রে প্রভাব বিস্তার কেন্দ্র করে উপজেলার হবিবপুর ইউনিয়নের কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আল আমীন চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী অবনী মোহন দাসের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের অভিযোগ- নৌকার প্রার্থীর সমর্থকরা ব্যালট ছিনতাই করার চেষ্টা চালালে তারা বাধা দেয় এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
শাল্লা থানার ওসি আশরাফুল ইসলাম যুগান্তরকে বলেন, দুপক্ষের সংঘর্ষের ঘটনায় উত্তেজনা দেখা দিলে সহকারী রিটার্নিং কর্মকর্তার নির্দেশে কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।