মেক্সিকোতে নাইটক্লাবে গুলি করে ১৫ জনকে হত্যা

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০১৯, ১১:৪৯ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা ডেস্ক।।
মেক্সিকোতে একটি নাইটক্লাবে গুলি করে হত্যা করা হয়েছে কমপক্ষে ১৫ জনকে। আহত হয়েছেন ৭ জন।
ওই নাইট ক্লাকটি গুয়ানজুয়াতো অঞ্চলে অবস্থিত। ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত কয়েকজন বন্দুকধারী লা প্লেয়া নাইটক্লাবে শনিবার এ ঘটনা ঘটিয়েছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
এ হামলার দায় স্বীকার করেনি কেউ। বন্দুকধারীদের পরিচয় নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা। ওই অঞ্চলটি তেল চুরির সঙ্গে যুক্ত দুর্বৃত্তদের আখড়া বলে পরিচিত।
সালামাঙ্কা হলো গুয়ানাজুয়াতো রাজ্যের শিল্পের প্রাণকেন্দ্র। এখানেই ভক্সওয়াগন এজি, জেনারেল মোটরস কোম্পানি এবং টয়োটা মোটার করপোরেশনের মতো গাড়ি প্রস্তুতকারক কোম্পানির কারখানা রয়েছে।
কিন্তু ওই এলাকায় ঘন ঘন হত্যার ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে।