ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের দায়িত্ব হস্তান্তর

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০১৯, ৩:৪১ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ২০১৯-২০ সনের নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৬ মার্চ) নগরীর জিন্দাবাজার সিটি সেন্টারের অস্থায়ী কার্যালয়ে সন্ধ্যায় বিদায়ী সভাপতি আব্দুল বাতিন ফয়সলের সভাপতিত্বে দায়িত্ব হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়।
সভায় দায়িত্ব গ্রহণ করেন নির্বাচিত সভাপতি মামুন হাসান, সিনিয়র সহ-সভাপতি দুলাল হোসেন, সাধারণ সম্পাদক শংকর দাস, কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল মজিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম (উত্তরপূর্ব), নির্বাহী সদস্য শেখ আশরাফুল আলম নাসির, আশকার আমীন লস্কর রাব্বী, শাহীন আহমদ, রফিকুল ইসলাম সুজন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক কোষাধ্যক্ষ বেলায়েত হোসেন ও প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাস (সিলেটের দিনকাল)।