ষড়যন্ত্র করে এবার হেলিকপ্টার’র বিজয় ঠেকানো যাবে না : আবুল কাশেম পল্লব

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০১৯, ১১:০৫ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে হেলিকপ্টার প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম পল্লব বলেছেন, বিয়ানীবাজার উপজেলার সর্বস্তরের জনসাধারণ ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্র করে এবার আমার বিজয় ঠেকানো যাবে না।
তিনি আরো বলেন, এ অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়নের চিত্র ফিরিয়ে নিয়ে আসতে হলে বিয়ানীবাজারবাসীকে প্রত্যেকেই সিদ্ধান্ত নিতে হবে। তাই আগামী ১৮ মার্চ নির্বাচনে হেলিকপ্টার প্রতীকে আপনার মহা মূল্যবান ভোট ও সহযোগিতা কামনা করছি।
মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজারে হেলিকপ্টার প্রতীকের সমর্থনে নির্বাচনী পথসভায় আবুল কাশেম পল্লব এসব কথা বলেন।
এ সময় তিনি আগামী ১৮ মার্চ বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে হেলিকপ্টার প্রতীকে বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের জনসাধারণকে আহ্বান জানান।
চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম পল্লবের হেলিকপ্টার প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনী পথসভায় লাউতা ইউপি চেয়ারম্যান মো. গৌছ উদ্দিনসহ আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাসহ কুড়ারবাজার ইউনিয়নের সর্বস্তরের জনসাধারন উপস্থিত ছিলেন।
এদিকে বৈরাগীবাজার ছাড়াও আবুল কাশেম পল্লব প্রতিদিন উপজেলার বিভিন্ন স্থানে পথসভাসহ গণসংযোগ অব্যাহত রেখেছেন।