মুফচ্ছিল মার্কেটের একটি দোকানে অগ্নিকান্ড

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০১৯, ১২:৩৫ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিয়ানীবাজার পৌরশহরের মুফসসিল মার্কেটের তিব্বিয়া এন্টারপ্রাইজে দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (৫ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দোকানের প্রায় চার লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার খবর পেয়ে স্থানীয় জনতা তাৎক্ষনিকভাবে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। খবর পেয়ে বিয়ানীবাজার ফায়ার সার্ভিসের একটি দমকল ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
উপজেলার তিলপাড়া এলাকার বাসিন্দা ও তিব্বিয়া এন্টারপ্রাইজের দোকান মালিক অলিউর রহমান বলেন, অগ্নিকান্ডের ঘটনায় দোকানের মালামাল ও আসবাবপত্রসহ প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
তিনি বলেন, দোকানের আসবাবপত্র ও মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার সময় আগুন লাগে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে তিনি ধারণা করছেন।