মাটিজুরায় শামীম আহমেদের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০১৯, ১০:২১ পূর্বাহ্ণ‘সময় এসেছে স্বপ্ন বাস্তবায়ন করার সবাই মিলে প্রাণের বিয়ানীবাজার গড়ার’
উপজেলার তিলপারা ইউনিয়নের মাটিজুরা গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী শামীম আহমেদ ও মোটর সাইকেল প্রতীকের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন এলাকার সম্মানিত যুব সমাজ ও প্রবীণ ব্যক্তিবর্গ।
ও সময় বক্তারা বলেন, স্বপ্ন দেখানোর জন্য নয়, স্বপ্ন বাস্তবায়ন করার বাস্তব পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন শামীম ভাই। ইনশাআল্লাহ, জনগণের রায় নিয়ে সম্মিলিতভাবে বিয়ানীবাজার উপজেলার উন্নয়ন বাস্তবায়ন করবেন শামীম ভাই।
রাজনীতি’র মাঠে নতুন নয় শামীম ভাই, ছাত্র রাজনীতির অহংকার শামীম ভাই নেতৃত্ব দিয়েছেন ছাত্র রাজনীতিতে, ছিলেন উপজেলা ছাত্রলীগের সফল সাধারণ সম্পাদক। শুধু রাজনীতি নয় সামাজিক ও শিক্ষাক্ষেত্রে রয়েছে শামীম ভাইয়ের অসংখ্য অবদান।
সাংগঠনিকভাবে অত্যন্ত দক্ষ শামীম আহমেদ সফলতার সাথে নেতৃত্ব দিয়েছেন একাধিক সামাজিক সংগঠনের।
একজন সৎ, অভিজ্ঞ, সামাজিক, স্বচ্ছল ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ শামীম ভাইই পারবেন বিয়ানীবাজার-কে একটি মডেল উপজেলায় রুপ দিতে।
আসুন সবাই মিলে আগামী ১৮ই মার্চ শামীম ভাই’র মোটর সাইকেল মার্কায় ভোট দিয়ে উপজেলার সার্বিক উন্নয়নের অনেক দিনের স্বপ্ন-কে বাস্তবে রুপ দেই। – বিজ্ঞপ্তি