গেইলের ছক্কার রেকর্ড

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩৩ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
এ যেন ছক্কা মারার প্রতিযোগিতা চলছিল। পুরো ইনিংসে ইংল্যান্ডের ব্যাটসম্যানেরা মারলেন ২৪টি ছক্কা। যার মধ্যে বাটলার নিজেই মেরেছেন তার অর্ধেক অর্থাৎ ১২টি।
যার সুবাধে উইন্ডিজকে ৪১৯ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় সফরকারীরা। পরে ব্যাট করতে নেমে ক্যারিবীয়ানদের তরফে যার জবাব মিলল ক্রিস গেইলের ব্যাটে।
খেলেছেন ৯৭ বলে ১৬২ রানের বিধ্বংসী ইনিংস।তারপরেও হারতে হয়েছে স্বাগতিকদের।ওয়েস্ট ইন্ডিজের হারের দিন দুটি রেকর্ড গড়েছেন জ্যামাইকান তারকা দ্য ইউনিবার্স বস। এদিন দুই মিলে হাঁকিয়েছেন ৪৬ ছক্কা।
ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে গেইল প্রথম ব্যাটসম্যান হিসেবে পাঁচশ ছক্কার মাইলফলক ছুঁয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে পৌঁছেছেন ১০ হাজার রানের মাইলফলকও। গেইলের ওপরে আছেন ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারা।
গত রাতে স্টোকসের বলে বোল্ড হয়ে ফেরার আগে ৯৭ বলে ১৬২ রানের বিস্ফোরক এক ইনিংস খেলেন এখনো ফুরিয়ে না যাওয়া এই জ্যামাইকান। ১৬২ রানের এই ইনিংসে ১৪টি ছক্কা হাঁকিয়েছেন, চার মেরেছেন ১১টি। অঙ্ক কষলে ১২৮ রানই নিয়েছেন চার আর ছয় মেরে, ভাবা যায়!