মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি পুত্রবধূ

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ৭:৩৩ অপরাহ্ণ
মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ডক্টর মামুন আবদুল গাইয়ুমের মেয়ে মিসেস ধনিয়া গাইয়ুম।নোয়াখালীর কোম্পানীগঞ্জের, মুছাপুর গ্রামের মরহুম মাওলানা আব্দুর রহিম সাহেব যিনি ইংল্যান্ডের বামিংহাম মসজিদের গ্র্যান্ড/ প্রধান ইমাম ছিলেন।
ওনার ছেলে ব্যারিস্টার শোয়াইবের এর সাথে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুম এর মেয়ে ধনিয়া গাইয়ুম এর সাথে লন্ডনে পড়াশুনার সুবাধে পরিচয় । পরিচয় থেকে পরে শুভ পরিনয় ।
ধনিয়া গাইয়ুম বর্তমানে দ্বীপ রাষ্ট্রটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন ।