পররাষ্ট্রমন্ত্রীকে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফ্রান্সের সভাপতির শুভেচ্ছা

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ৩:০৫ অপরাহ্ণমিশুক হোসেন, ফ্রান্স থেকে।।
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. আব্দুল মোমেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফ্রান্সের সভাপতি মুর্শেদ আলম মান্না শুভেচ্ছা জানিয়েছেন।
শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেনের বাসভবনে গিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফ্রান্সের সভাপতি মুর্শেদ আলম মান্নাকে ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই দেশে উন্নয়ন সাধিত হয়েছে। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে আজীবন সাধারণ মানুষের কল্যানে কাজ করেছেন, তেমনি শেখ হাসিনাও দেশের জন্য নিবেদিত। দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
মুর্শেদ আলম মান্না বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফ্রান্সের নানা ধরনের সফল কার্যক্রমের কথা তুলে ধরেন। ফ্রান্সে বসবাসরত প্রবাসীদের মাঝে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রসার বিস্তার করার লক্ষে বিভিন্ন ধরনের পদক্ষেপ হাতে নিয়েছেন বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সহসভাপতি ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক ফেরদৌস খান বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার প্রচার সম্পাদক সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম টিপু সুলতানসহ সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফ্রান্সের অন্যান্য নেতৃবৃন্দ।