নবীগঞ্জে এমপি মিলাদ গাজির ভাইদের উপর হামলা : একজন আটক

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২:৫৩ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
সিলেট-ঢাকা মহাসড়কের নবীগঞ্জের সৈয়দপুরে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য দেওয়ান মিলাদ গাজীর ছোট ভাইদের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ হামলার ঘটনায় জুনেদ আহমদ (৩৫) নামের একজনকে আটক করা হয়েছে।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সাহেদ গাজী ও গাজী মো. আশফাক (নাহেদ গাজী) তাদের পরিবার নিয়ে সিলেট থেকে নবীগঞ্জে নিজ বাড়ি দেবপাড়া যাওয়ার পথে এ ঘটনা ঘটে। হামলায় সাহেদ গাজীসহ কয়েক জন আহত হন ।
হামলার বিষয়ে সাহেদ গাজী বলেন, আমি ও আমার ভাই পরিবার নিয়ে সিলেট থেকে আমাদের গ্রামের বাড়ি যাওয়ার পথে ৮/১০ জনের একটি দল আমাদের উপর এই হামলা চালিয়েছে। হামলাকারীরা বিএনপি জামাতের কর্মী ও এলাকার চিহ্নিত সন্ত্রাসী।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো ইকবাল হোসেন বলেন, হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।