ঢাকার অগ্নিকাণ্ডে জাতিসংঘের শোক প্রকাশ

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১:৩৭ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
রাজধানীর পুরান ঢাকার চকবাজার অগ্নিকাণ্ডের ঘটনায় অসংখ্য মানুষের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য আন্তরিক সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
শুক্রবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনের মাধ্যমে পাঠানো এক শোক বার্তা পাঠান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস শোক প্রকাশ করেন।
জাতিসংঘ মহাসচিব এই ঘটনায় সমবেদনা জানিয়ে বলেন, ‘আমি আপনাকে এতটুকু নিশ্চিত করতে চাই বাংলাদেশের এই দুঃসময়ে জাতিসংঘ সংহতি আর সহযোগিতার সাথে আপনাদের পাশে থাকবে।
জাতিসংঘ মহাসচিব অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা ও দুর্ঘটনা দ্রুত কাটিয়ে ওঠার প্রত্যাশা করেন।
একুশে ফেব্রুয়ারি পালন শুরু হওয়ার ঠিক ঘণ্টা দুয়েক আগে চকবাজারের চুড়িহাট্টায় রাসায়নিক কারখানা থেকে সৃষ্ট আগুনে অন্তত ৬৭ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে নারী-পুরুষ ও শিশু রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে দগ্ধরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহতদের মধ্যে যে নয়জন হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক।