এবার কুমিল্লায় হাসপাতালে আগুন

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৪ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম, কুমিল্লা।।
কুমিল্লায় শহরের মুন হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত পৌনে ৯টায় হাসপাতালের নবম তলার পরীক্ষাগারে আগুন লাগে।
আগুন লাগার পর হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
কুমিল্লা ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা আবু রায়হান জানান, হাসপাতালটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ৯টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি বলে জানান তিনি।