একাদশ জাতীয় নির্বাচন নিয়ে ঐক্যফ্রন্টের গণশুনানি শুরু

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২৭ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের অনিয়ম তুলে ধরে জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানি শুরু হয়েছে।
শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এ গণশুনানি শুরু হয়। শুনানির শুরুতে চকবাজারে অগ্নিকাণ্ডে ঘটনায় শোক প্রস্তাব উপস্থাপন করেন।
এতে অংশ নিয়েছেন বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুই অধিবেশনে এ গণশুনানি অনুষ্ঠিত হবে।
এতে জুরি বোর্ডের সদস্য রয়েছেন ছয়জন। তারা ধানের শীষের প্রার্থীদের কাছে ভোটের অনিয়মের বর্ণনা শুনবেন।
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও সরকারবিরোধী সব রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন।
শুনানিতে ২৯৮ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীরাও ভোটকে কেন্দ্র করে ঘটে যাওয়া নানা অনিয়মের বর্ণনা দেবেন।
সবশেষে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হবে।