দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার কাজ করছে — সাবেক মন্ত্রী নাহিদ

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১৪ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার লক্ষ্যে নতুন প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।
এ ক্ষেত্রে বিশ্বমানের জ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষা লাভের পাশাপাশি সততা ও দেশপ্রেমের বিকল্প নেই।
কাবিং, স্কাউটিং ও রোভারিং শিক্ষার্থীদের শৃংখলাবোধ ও দেশপ্রেমের শিক্ষা দেয়। অসহায় ও দুস্থ মানুষের সেবার মাধ্যমে কাব ও স্কাউটিং সম্প্রসারণ করে সমৃদ্ধ দেশ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাবেক মন্ত্রী নাহিদ।
তিনি মঙ্গলবার গোলাপগঞ্জে বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের ২য় আঞ্চলিক কাব ক্যাম্পুরীর উদ্বোধনী অনুষ্ঠান ও তাকে দেয়া সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেটের আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, গোলাপগঞ্জে আঞ্চলিক স্কাউটসের সহ-সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে জিয়াউর রহমান ও সেলিনা বেগমের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্বে বক্তব্য রাখেন সরকারের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ স্কাউটস’র জাতীয় কমিশনার (প্রকল্প) মোঃ মহসীন, বিশেষ স্কাউটস ব্যক্তিত্ব হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস’র যুগ্ম নির্বাহী পরিচালক মোঃ আবু মোতালেব খান।
বক্তব্য রাখেন ক্যাম্পুরী সাংগঠনিক কমিটির সভাপতি ও সিলেট অঞ্চলের সহ-সভাপতি মঞ্জুর কাদির শাফি চৌধুরী, ক্যাম্পুরী চীফ, সিলেট অঞ্চলের স্কাউটস কমিশনার মুবিন আহমদ জায়গীরদার, আঞ্চলিক স্কাউট সম্পাদক মোঃ মহিউল ইসলাম (মুমিত), গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান,
সুনামগঞ্জ জেলা স্কাউটসের সহ-সভাপতি ধূর্জটি কুমার বসু, মৌলভীবাজারের জেলা স্কাউট সম্পাদক আব্দুল ওয়াহিদ, হবিগঞ্জ জেলা স্কাউট সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, সিলেট জেলা স্কাউট সম্পাদক মোঃ এমদাদুল হক সিদ্দিকী এএলটি, সিলেট মেট্রোঃ জেলা স্কাউট সম্পাদক মোঃ ওয়াহিদুল হক প্রমুখ।
বক্তব্য শেষে প্রধান অতিথি নুরুল ইসলাম নাহিদ এমপি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
১৯-২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৬দিন ব্যাপী অনুষ্ঠিতব্য ক্যাম্পুীতে সিলেট বিভাগের ৫টি সাংগঠনিক জেলার ১১০টি কাব স্কাউট ইউনিটসহ প্রায় ১২শ জন কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করছেন।