জাকারিয়া মাহমুদ লন্ডন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মনোনীত

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ৫:১২ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিয়ানীবাজার উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের সাবেক নেতা জাকারিয়া মাহমুদ যুক্তরাজ্য মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন।
সোমবার যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছাদ উদ্দিন ছাদ ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামছুল ইসলাম বাচ্চু স্বাক্ষরিত পত্রে তাকে এ পদে মনোনীত করেন।
এদিকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় সংগঠনের বিভিন্নস্তরের নেতাকর্মীরা তাকে ফুলেল অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
অপরদিকে লন্ডন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় ফুলেল অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সেন্টার লন্ডনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, লন্ডন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ময়নুল ইসলাম, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক মাহবুব আহমদ, যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না, তথ্য ও গবেষণা সম্পাদক জুবের আহমদ প্রমুখ।