কানাইঘাট উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মোস্তাক আহমদ পলাশের মনোনয়ন দাখিল

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১:৩২ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কানাইঘাাট উপজেলা থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাতবাক ইউনিয়নের দু’বারের সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ পলাশ মনোনয়নপত্র দাখিল করেছেন।
১৮ ফেব্রুয়ারি সোমবার মোস্তাক আহমদ পলাশ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্দ্বীপ কুমার সিংহের নিকট এ মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত আওয়ামী লীগ নেতা মজির উদ্দিন, এডভোকেট ময়নুল হক বুলবুল, এডভোকেট শিব্বির আহমদ বাবলু, ময়নুদ্দিন, সাবেক ইউপি সদস্য নুর উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি এম নিজাম উদ্দিন প্রমুখ।