ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ছাত্রলীগ নেতা রুনু
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ৯:০০ অপরাহ্ণবিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী ছাত্রলীগ নেতা অাশরাফুল হক রুনু মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অাজ সোমবার বেলা তিনটায় উপজেলা রিটার্নিং অফিসারের কাছে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা রুনু’র মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিতি ছিলেন উপজেলা অাওয়ামি লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক কাউন্সিলর ফখরুল ইসলাম,
বিয়ানীবাজার পৌর অাওয়ামি লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হবিবুর রহমান, বিয়ানীবাজার পৌর আওয়ামি লীগের কোষাধ্যক্ষ খালেদ আহমদ, পৌরসভার এক নম্বর ওয়ার্ড আওয়ামি লীগের সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু, উপজেলা যুবলীগ নেতা জাহিদ অাহমদ রাজু, সুলতান অাহমদ ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য কে.এইচ সুমন।
এ সময় আশরাফুল হক রুনু গণমাধ্যম কর্মীদের কাছে বলেছেন, নির্বাচনী বৈতরণী পার হতে সকলের সার্বিক সহযোগীতা ও মূল্যবান ভোট কামনা করেছেন। -বিজ্ঞপ্তি