বিয়ানীবাজারে চেয়ারম্যান পদে ৬জনসহ ১৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ৮:৩৫ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে চেয়ারম্যান, সাধারণ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের ৩টি পদে মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তন্মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান খান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য শামীম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম পলব, উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি আলকাছ আলী ও উপজেলা জাতীয় পার্টি একাংশের সভাপতি আবুল হাসনাত।
তাছাড়া সাধারণ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মুফতি শিব্বির আহমদ, বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সহ সভাপতি খছরুল হক খছরু, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মো. জামাল হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা আশরাফুল হক রুনু ও মামুনুর রশীদ।
এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা বেগম লিমা, আওয়ামী লীগ নেত্রী হাসিনা বেগম ও জাহানারা বেগম।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ৩টি পদে ১৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। আগামী ২০ ফেব্র“য়ারি সকাল সাড়ে ১১টায় সিলেটস্থ সিনিয়র রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। তিনি সংশ্লিষ্ট সকল প্রার্থীকে যথাসময়ে উপস্থিত থাকার আহŸান জানিয়েছেন।
আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত হবে বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচন। যাচাই-বাছাই ২০ ফেব্র“য়ারি, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৭ ফেব্র“য়ারি।