বিএনপির পুনর্গঠিত বিদেশ বিষয়ক কমিটির বৈঠক

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ৮:৫০ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিএনপির বিদেশ বিষয়ক পুনর্গঠিত কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা ছয়টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। দুই ঘণ্টাব্যাপী চলে এ বৈঠক।
বৈঠকে কমিটির প্রধান আমীর খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও ইকবাল হাসান মাহমুদ টুকু, সাবিহ উদ্দিন আহমেদ, রিয়াজ রহমান, ড. আসাদুজ্জামান রিপন, শামা ওবায়েদ, কায়সার কামাল, আসাদুজ্জামান আসাদ, নওশাদ জমির, ফাহিমা নাসরিন মুন্নি, রুমিন ফারহানা, অনিন্দ্য ইসলাম অমিত, মীর হেলাল, তাবিথ আউয়াল অংশ নেন।
পরে বৈঠকের বিষয়ে জানতে চাইলে কমিটির নতুন মুখ কায়সার কামাল জাগো নিউজকে বলেন, বলার মতো কিছু নেই, আমরা আমাদের দলনেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বসে ছিলাম।