বঙ্গবীর ওসমানী চিত্রাংকন প্রতিযোগিতা শনিবার

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ৭:৪৭ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
মহান মুক্তিযুদ্ধের মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর এম.এ.জি ওসমানীর ৩৫তম মৃত্যুবার্ষিকী শনিবার। এ উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছে বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদ।
শনিবার (১৬ই ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন সিলেটের অতিরিক্ত মেট্রোপলিটন পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ।
চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক ছাত্র-ছাত্রীকে উপস্থিত হওয়ার জন্য চিত্রাংকন কমিটির আহ্বায়ক রোটারিয়ান শামীম আহমদ ও সদস্য সচিব এড. মো. সাজ্জাদুর রহমান অনুরোধ জানান।