বিয়ানীবাজারে ছাত্রলীগ কর্মী আনোয়ারের খুনীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ৫:১০ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিয়ানীবাজারে ছাত্রলীগ কর্মী আনোয়ার হোসেন (২২) খুনের ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ২টায় পৌরশহরের নিউমার্কেট মোড়ে অনুষ্টিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা প্রধান আসামী সাহেল আহমদসহ পলাতকদের দ্রুত গ্রেফতারে আইনশৃংখলা বাহিনীর প্রতি দাবী জানান।
মানববন্ধন কর্মসূচির পূর্বে একটি মৌন মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি সামছুল হক, প্রেসক্লাব সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম, কমিউনিটি নেতা মনজ্জির আলী,
ফ্রান্স আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নিহতের ভাই আলী হোসেন, কাউন্সিলার আব্দুর রহমান আফজল, কাউন্সিলার আব্দুল কাইয়ুম, সাংবাদিক মাছুম আহমদ, খন্দকার লোকমান হোসেন, মুজিবুর রহমান বিপ্লব, এনাম উদ্দিন এনু, জহিরুল ইসলাম মিশু প্রমুখ।
জানা যায়, ২০১৭ সালের ২৫ নভেম্বর পূর্ব শত্রুতার জের ধরে সুপাতলা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেনকে ছুরিকাঘাত করে খুন করে দূর্বৃত্তরা। এ ঘটনায় ১৮জনকে আসামী করে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন নিহতের ভাই দেলোওয়ার হোসেন।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অবণী শংকর কর জানান, আনোয়ার হোসেন হত্যাকান্ডের ঘটনার প্রধান আসামী সাহেলকে গ্রেফতারে আমরা অভিযান পরিচালনা করছি। কিন্তু সে পলাতক রয়েছে।