সংসদে আরও ৪টি সংসদীয় কমিটি গঠিত

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪৬ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের অষ্টম দিনে আরও ৪টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হলো।
সোমবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে ধ্বনিভোটে তা পাস হয়ে যায়। এ পর্যন্ত মোট ৩৮টি সংসদীয় কমিটি গঠিত হলো।
কমিটিগুলো হলো- জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি- সভাপতি এইচ এন আশিকুর রহমান। সদস্যরা হলেন- জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আবুল হাসান মাহম্মুদ আলী, আ. শ ম ফিরোজ, হাফিজুর রহমান, র আ ম ওবায়দুর মোক্তাদির চৌধুরী, দীপঙ্কর তালুকদার ও পনীরউদ্দীন আহমেদ।
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি- সভাপতি মির্জা আজম। সদস্যরা হলেন- মন্ত্রী গোলাম দস্তগীর গাজি, ইসরাফিল আলম, মোয়াজ্জেম হোসেন রতন, রঞ্জিত কুমার রায়, নজরুল ইসলাম চৌধুরী, বেগম শাহীন আক্তার ও আবদুল মোমিন মণ্ডল।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি- সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। সদস্যরা হলেন-প্রতিমন্ত্রী- আশরাফ আলী খান খসরু, শহিদুল ইসলাম, বি এম কবিরুল হক, মাহবুবউল আলম হানিফ, শহিদুল ইসলাম বকুল, ছোট মনির ও মোজাফ্ফর হোসেন।
বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি প্রস্তাব-সংক্রান্ত কমিটির সভাপতি- শেখ ফজলে নূর তাপস। সদস্যরা হলেন- সাহারা খাতুন, মোস্তাফিজুর রহমান, মোসলেউদ্দীন, কামরুল ইসলাম, আবদুল মতিন খসরু, সেলিম আলতাফ জর্জ ও শরিফুল আলম জিন্না।