প্রধানমন্ত্রী জার্মানি যাচ্ছেন ১৪ ফেব্রুয়ারি
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৭ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানি সফরে যাচ্ছেন ১৪ ফেব্রুয়ারি। প্রাথমিক সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী মিউনিখে ১৫-১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য ‘মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে’ অংশ নেবেন।
সফরকালে তিনি জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্রে আরও জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানি সফর শেষে সংযুক্ত আরব আমিরাতে যাবেন। আবুধাবিতে অনুষ্ঠিতব্য আর্ন্তজাতিক প্রতিরক্ষা প্রদশর্নীতে অংশগ্রহণের কথাও রয়েছে প্রধানমন্ত্রীর।
সমফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশটির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদের বৈঠকেরও কথা রয়েছে।