এলজিআরডি মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৯ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
সরকারের বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনের অংশ হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) পরিদর্শনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকাল সোয়া ১০টায় প্রধানমন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যান।
এ সময় স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
এলজিআরডি মন্ত্রণালয় পরিদর্শনকালে বিভিন্ন অধিদফতর-বিভাগ প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ ছাড়া মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেবেন প্রধানমন্ত্রী।
এছাড়া, সচিবালয়ের সাত নম্বর ভবনে অষ্টম ফ্লোরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
টানা তৃতীয় দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর বেশকটি মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পর্যায়ক্রমে তিনি সবকটি মন্ত্রণালয় পরিদর্শন করবেন।