অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়ন প্রেসিডেন্ট আনিশাকে সুলতান মনসুরের অভিনন্দন

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪৫ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত আনিশা ফারুককে অভিনন্দন জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও নবনির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ।
শনিবার সুলতান মনসুর তাঁর ফেসবুকে আনিশাকে অভিনন্দন জানিয়ে একটি স্ট্যাটাস দেন।
বিয়ানীবাজারবার্তা২৪.কম পাঠকদের জন্য তা হুবহূ তুলে ধরা হলো
সুলতান মনসুর লিখেন, অভিনন্দন, অভিনন্দন অভিনন্দন…..
“যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত আনিশা ফারুককে আমার ব্যক্তিগত ও বাংলাদেশের জনগনের পক্ষ থেকে জানাই অভিনন্দন।
তিনি লিখেন, প্রতিটি ধাপেই সর্বোচ্চ ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়া কুইন্স কলেজের ইতিহাসের ছাত্রী আনিশা ফারুক, যার ডাক নাম পদ্মা বহির্বিশ্বে বাঙালীদের যোগ্যতার প্রমাণ রাখলো।
এই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কোনো শিক্ষার্থী অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়নের নেতৃত্বে এলেন।
আনিশা ও তার পরিবারের জন্য রইলো অফুরন্ত শুভ কামনা।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার জনগনের।”