সহকর্মীকে যৌন হয়রানি অভিযোগ: সাংবাদিক সেকেন্দার কারাগারে

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ৬:৪৪ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম ডেস্ক।।
নারী সহকর্মীর প্রতি যৌন হয়রানির অভিযোগে দায়ের হওয়া মামলায় একটি বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) প্রধান প্রতিবেদক এম এম সেকেন্দার মিয়ার (৩৪) জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ( ৭ ফেব্রুয়ারি) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস এ আদেশ দেন।
আসামির দুই দিনের রিমান্ড শেষে মামলাটির তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মবিন আহমেদ ভুঁইয়া আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান।
এদিন আসামির পক্ষের আইনজীবী প্রশান্তকুমার, তুহিনসহ আরও অনেকেই জামিনের আবেদন করেন। অপরদিকে, রাষ্ট্রপক্ষ এ জামিনের বিরোধিতা করেন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ৩ ফেব্রুয়ারি রাতে র্যাব-২ এর সদস্যরা সেকান্দার মিয়াকে তার বাসা থেকে আটক করে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক বলেন, এক নারীর অভিযোগের ভিত্তিতে আমরা সেকান্দারকে গ্রেপ্তার দেখিয়েছি।
চলতি মাসের ৩ ফেব্রুয়ারি শ্লীলতাহানির অভিযোগ এনে ওই নারী মামলাটি দায়ের করেন। মামলার বাদী অভিযোগ করেন, অফিসে সহকর্মী সেকান্দার শ্লীলতাহানি করেছেন, সেই সিসি ফুটেজ আছে। অনেক সাক্ষী আছে। তথ্য-প্রমাণ নিয়েই মামলা দায়ের করেছি।