Sunday, 2 April, 2023 খ্রীষ্টাব্দ | ১৯ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




বিয়ানীবাজার উপজেলা নির্বাচনে কেন্দ্রভিত্তিক ভোটের ফলাফল

বিয়ানীবাজারবার্তা২৪.কম।। বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবুল কাশেম পল­বের হেলিকপ্টার প্রতীক মোট ৩২ হাজার ৮’শ ৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব প্রার্থী আতাউর রহমান খান নৌকা প্রতীকে ১৪ হাজার ৭’শ ৪১ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।

এছাড়াও মোঃ জাকির হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৮৪ ভোট, শামীম আহমদ মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫’শ ৫৮ ভোট, মোঃ আবুল হাছনাত দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৫’শ ৬ ভোট ও আলহাজ্ব মোঃ আলকাছ আলী ঘোড়া প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯’শ ৬৪ ভোট।

উপজেলার মোট ৮৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৬২টি কেন্দ্রে জয়লাভ করেছে বিজয়ী হেলিকপ্টার প্রতীক। ১৩টি কেন্দ্রে আনারস প্রতীক, ১০টি কেন্দ্রে নৌকা প্রতীক, ৩টি কেন্দ্রে ঘোড়া প্রতীক বিজয়ী হয়েছে। এছাড়া কাকরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টার ও নৌকা প্রতীক সমান ২৫৯টি করে ভোট লাভ করেছে। তাই এ কাউকে এককভাবে বিজয়ী করা হয়নি। অপর ২ প্রতিদ্ব›িদ্ব প্রার্থী শামীম আহমদ ও আবুল হাসনাত কোন কেন্দ্রেই বিজয়ী হতে পারেননি।

উপজেলায় এবার মোট ভোট সংখ্যা ছিল ১ লাখ ৭০ হাজার ৬’শ ৯৫টি। তন্মধ্যে কাস্ট হয়েছে ৬৮ হাজার ২৩টি। কাস্টিং ভোটের মধ্যে ২ হাজার ৩’শ ১৩টি ভোট বাতিল হয়েছে, বৈধ ভোটের সংখ্যা ৬৫ হাজার ৭’শ ১০টি ভোট। কাস্টিং ভোটের শতকরা হার ৩৯.৮৫ ভাগ।

জেনে নিন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে কেন্দ্রভিত্তিক ভোটের পরিসংখ্যান।

আলীনগর ইউনিয়নে ঢাকা উত্তর মোহাম্মদপুর পশ্চিম পার্শ্বের ভবন কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ২৭৭ ভোট, আনারস প্রতীক ১৮৮ ভোট, মোটর সাইকেল প্রতীক ৩৯ ভোট, নৌকা প্রতীক ১২ ভোট, ঘোড়া প্রতীক ৯ ভোট ও দোয়াত কলম ৩ ভোট। ঢাকা উত্তর মোহাম্মদপুর পূর্ব ও দক্ষিণ পার্শ্বের ভবন কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ৪৪৭ ভোট, আনারস প্রতীক ২৪৭ ভোট, মোটর সাইকেল প্রতীক ৬১ ভোট, নৌকা প্রতীক ২৯ ভোট, ঘোড়া প্রতীক ১৭ ভোট ও দোয়াত কলম প্রতীক ১ ভোট। ব্রাহ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারস প্রতীক ৪৫৬ ভোট, হেলিকপ্টার প্রতীক ১৯০ ভোট, নৌকা প্রতীক ৩৭ ভোট, মোটর সাইকেল প্রতীক ২৩ ভোট, ঘোড়া প্রতীক ১০ ভোট ও দোয়াত কলম প্রতীক ৩ ভোট। হাজী ওয়াসিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ২৩২ ভোট, আনারস প্রতীক ১৪৩ ভোট, নৌকা প্রতীক ৬৮ ভোট, মোটর সাইকেল প্রতীক ১০ ভোট, দোয়াত কলম প্রতীক ১ ভোট ও ঘোড়া প্রতীক ১ ভোট। চন্দগ্রাম-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ৬২০ ভোট, মোটর সাইকেল প্রতীক ১২৮ ভোট, নৌকা প্রতীক ১০৬ ভোট, আনারস প্রতীক ৮০ ভোট, দোয়াত কলম প্রতীক ৯ ভোট ও ঘোড়া প্রতীক ২ ভোট। সুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ৩৫৪ ভোট, নৌকা প্রতীক ১৭২ ভোট, আনারস প্রতীক ৯৭ প্রতীক, মোটর সাইকেল প্রতীক ২৩ ভোট, ঘোড়া প্রতীক ১৪ ভোট ও দোয়াত কলম প্রতীক ৩ ভোট। রায়খাইল খলাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ২৩৯ ভোট, নৌকা প্রতীক ১৪৯ ভোট, আনারস প্রতীক ১৪১ ভোট, ঘোড়া প্রতীক ১৭ ভোট, মোটর সাইকেল ১৫ ভোট, দোয়াত কলম প্রতীক ১ ভোট।

চারখাই ইউনিয়নে চারখাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ৪৬২ ভোট, আনারস প্রতীক ১৯৭ ভোট, নৌকা প্রতীক ১৩০ ভোট, ঘোড়া প্রতীক ১৩ ভোট, মোটর সাইকেল প্রতীক ৭ ভোট ও দোয়াত কলম প্রতীক ১ ভোট। চারখাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ৪২৬ ভোট, আনারস প্রতীক ৪০২ ভোট, নৌকা প্রতীক ১৭৪ ভোট, ঘোড়া প্রতীক ১৯ ভোট, মোটর সাইকেল প্রতীক ৫ ভোট ও দোয়াত কলম প্রতীক ২ ভোট। পল­ীশাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ৫৪১ ভোট, আনারস প্রতীক ১১৮ ভোট, নৌকা প্রতীক ১১৭ ভোট, মোটর সাইকেল প্রতীক ১৫ ভোট, ঘোড়া প্রতীক ৬ ভোট ও দোয়াত কলম প্রতীক ২ ভোট। বিলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারস প্রতীক ১৯৮ ভোট, হেলিকপ্টার প্রতীক ১৮৫ ভোট, নৌকা প্রতীক ১৭৮ ভোট, মোটর সাইকেল প্রতীক ১৮ ভোট, ঘোড়া প্রতীক ১০ ভোট ও দোয়াত কলম প্রতীক ৪ ভোট। শিকারপুর মসজিদ সংলগ্ন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ৩৩৩ ভোট, নৌকা প্রতীক ১৬৩ ভোট, আনারস প্রতীক ৮৪ ভোট, মোটর সাইকেল প্রতীক ১৫ ভোট, দোয়াত কলম প্রতীক ৬ ভোট ও ঘোড়া প্রতীক ৫ ভোট। লাংলাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক ৩৫৬ ভোট, হেলিকপ্টার প্রতীক ২২৮ ভোট, আনারস প্রতীক ১৬৪ ভোট, মোটর সাইকেল প্রতীক ১৭ ভোট, দোয়াত কলম প্রতীক ৭ ভোট ও ঘোড়া প্রতীক ৬ ভোট। জমসেদ আহমদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ২৭৭ ভোট, নৌকা প্রতীক ১৯৭ ভোট, আনারস প্রতীক ৪৩ ভোট, মোটর সাইকেল প্রতীক ১৪ ভোট, দোয়াত কলম প্রতীক ১১ ভোট ও ঘোড়া প্রতীক ০ ভোট। রহমতাবাদ দারুসসুন্নাহ আলিম মাদ্রাসা কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ৩৬৩ ভোট, নৌকা প্রতীক ১৩৯ ভোট, আনারস প্রতীক ৮৭ ভোট, মোটর সাইকেল প্রতীক ১৮ ভোট, দোয়াত কলম প্রতীক ৩ ভোট, ঘোড়া প্রতীক ২ ভোট। পইলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ৩৪৭ ভোট, নৌকা প্রতীক ১৭৫ ভোট, আনারস প্রতীক ৪৮ ভোট, মোটর সাইকেল প্রতীক ৮ ভোট, দোয়াত কলম প্রতীক ৪ ভোট ও ঘোড়া প্রতীক ২ ভোট।

দুবাগ ইউনিয়নের চরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ২২৬ ভোট, নৌকা প্রতীক ১৩৬ ভোট, আনারস প্রতীক ৭০ ভোট, মোটর সাইকেল প্রতীক ২৮ ভোট, দোয়াত কলম প্রতীক ৪ ভোট ও ঘোড়া প্রতীক ১ ভোট। পাঞ্জিপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ২৪৪ ভোট, মোটর সাইকেল প্রতীক ৭২ ভোট, আনারস প্রতীক ৫৮ ভোট, নৌকা প্রতীক ৪৩ ভোট, দোয়াত কলম প্রতীক ৩ ভোট ও ঘোড়া প্রতীক ০ ভোট। খাড়াভরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ৩০৪ ভোট, আনারস প্রতীক ১১৪ ভোট, নৌকা প্রতীক ৯১ ভোট, মোটর সাইকেল প্রতীক ৪৬ ভোট, ঘোড়া প্রতীক ৭ ভোট ও দোয়াত কলম প্রতীক ৪ ভোট। সিলেটি পাড়া-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ৭০১ ভোট, নৌকা প্রতীক ১৮৭ ভোট, মোটর সাইকেল প্রতীক ১৫৭ ভোট, আনারস প্রতীক ১০৬ ভোট, ঘোড়া প্রতীক ১৬ ভোট ও দোয়াত কলম প্রতীক ৪ ভোট। গজুকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ২৫৮ ভোট, মোটর সাইকেল প্রতীক ১৬৪ ভোট, আনারস প্রতীক ১২৫ ভোট, নৌকা প্রতীক ৪০ ভোট, ঘোড়া প্রতীক ৩ ভোট ও দোয়াত কলম প্রতীক ২ ভোট। দুবাগ স্কুল এন্ড কলেজ পূর্বপার্শ্বের ভবন কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ২৫৯ ভোট, আনারস প্রতীক ৫৭ ভোট, নৌকা প্রতীক ৪৪ ভোট, মোটর সাইকেল প্রতীক ২২ ভোট, দোয়াত কলম প্রতীক ১ ও ঘোড়া প্রতীক ১ ভোট। দুবাগ স্কুল এন্ড কলেজ পশ্চিম পার্শ্বের ভবন কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ৫২৪ ভোট, আনারস প্রতীক ৯৩ ভোট, নৌকা প্রতীক ৮৯ ভোট, মোটর সাইকেল প্রতীক ৪৭ ভোট, দোয়াত কলম প্রতীক ১ ভোট ও ঘোড়া প্রতীক ০ ভোট।

শেওলা ইউনিয়নের দক্ষিণভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ৪২৩ ভোট, আনারস প্রতীক ১৯৭ ভোট, নৌকা প্রতীক ১৪৯ ভোট, মোটর সাইকেল প্রতীক ৮৪ ভোট, ঘোড়া প্রতীক ৮ ভোট, দোয়াত কলম প্রতীক ৪ ভোট। দিঘলবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ৪৮৭ ভোট, নৌকা প্রতীক ২০২ ভোট, আনারস প্রতীক ১১০ ভোট, মোটর সাইকেল প্রতীক ১৮ ভোট, দোয়াত কলম প্রতীক ৫ ভোট ও ঘোড়া প্রতীক ৪ ভোট। শেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ৪২৫ ভোট, নৌকা প্রতীক ৩৯৬ ভোট, আনারস প্রতীক ৮৭ ভোট, মোটর সাইকেল প্রতীক ২০ ভোট, দোয়াত কলম প্রতীক ৩ ভোট ও ঘোড়া প্রতীক ১ ভোট। বালিঙ্গা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ৩৩৪ ভোট, নৌকা প্রতীক ২১৪ ভোট, আনারস প্রতীক ১১৮ ভোট, মোটর সাইকেল প্রতীক ৩৬ ভোট, ঘোড়া প্রতীক ১৩ ভোট, দোয়াত কলম প্রতীক ৪ ভোট। ঘড়–য়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ২৭০ ভোট, আনারস প্রতীক ১৪০ ভোট, নৌকা প্রতীক ৯৯ ভোট, মোটর সাইকেল প্রতীক ১৪ ভোট, ঘোড়া প্রতীক ৫ ভোট,ও দোয়াত কলম প্রতীক ২ ভোট। শালেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক ২৫২ ভোট, হেলিকপ্টার প্রতীক ২১৯ ভোট, আনারস প্রতীক ৩৩ ভোট, ঘোড়া প্রতীক ২৭ ভোট, মোটর সাইকেল প্রতীক ৬ ভোট ও দোযাত কলম প্রতীক ১ ভোট। তেরাদল-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ৪৮২ ভোট, নৌকা প্রতীক ১৮৪ ভোট, আনারস প্রতীক ৮৪ ভোট, মোটর সাইকেল প্রতীক ২০ ভোট, দোয়াত কলম প্রতীক ৩ ভোট ও ঘোড়া প্রতীক ২ ভোট। কাকরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ২৫৯ ভোট, নৌকা প্রতীক ২৫৯ ভোট, আনারস প্রতীক ১০০ ভোট, মোটর সাইকেল প্রতীক ২৪ ভোট, দোয়াত কলম প্রতীক ৪ ভোট, ঘোড়া প্রতীক ১ ভোট।

কুড়ারবাজার ইউনিয়নের গোবিন্দ্র শ্রী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ৪৫২ ভোট, নৌকা প্রতীক ১৫০ ভোট, মোটর সাইকেল প্রতীক ৯৫ ভোট, আনারস প্রতীক ২৭ ভোট, দোয়াত কলম প্রতীক ৬ ভোট ও ঘোড়া প্রতীক ৫ ভোট। দেউলগ্রাম দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক ২৯৯ ভোট, হেলিকপ্টার প্রতীক ২৭৪ ভোট, আনারস প্রতীক ৯৩ ভোট, ঘোড়া প্রতীক ৬ ভোট, মোটর সাইকেল প্রতীক ২ ভোট ও দোয়াত কলম ১ ভোট। কুড়ারবাজার দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ৩৮৫ ভোট, ঘোড়া প্রতীক ৭৩ ভোট, নৌকা প্রতীক ৫১ ভোট, আনারস প্রতীক ৫০ ভোট, মোটর সাইকেল প্রতীক ৩৮ ভোট ও দোয়াত কলম প্রতীক ৪ ভোট। ফাড়িরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক ১৫২ ভোট, হেলিকপ্টার প্রতীক ১৪৭ ভোট, ঘোড়া প্রতীক ৭ ভোট, মোটর সাইকেল প্রতীক ৪ ভোট, আনারস প্রতীক ২ ভোট ও দোয়াত কলম ০ ভোট। উত্তর আকাখাজনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ২১০ ভোট, নৌকা প্রতীক ১৭৫ ভোট, আনারস প্রতীক ৬৯ ভোট, মোটর সাইকেল প্রতীক ১৬ ভোট, ঘোড়া প্রতীক ৮ ভোট ও দোয়াত কলম প্রতীক ৪ ভোট। গড়রবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘোড়া প্রতীক ৬০৬ ভোট, হেলিকপ্টার প্রতীক ১১৩ ভোট, নৌকা প্রতীক ২৫ ভোট, আনারস প্রতীক ১৯ ভোট, দোয়াত কলম প্রতীক ৩ ভোট ও মোটর সাইকেল প্রতীক ১ ভোট। খশির সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ৩১১ ভোট, ঘোড়া প্রতীক ১৩০ ভোট, নৌকা প্রতীক ১৫ ভোট, মোটর সাইকেল প্রতীক ১৩ ভোট, আনারস প্রতীক ১১ ভোট ও দোয়াত কলম প্রতীক ১ ভোট। বৈরাগীবাজার সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ২৫৯ ভোট, ঘোড়া প্রতীক ২১৮ ভোট, নৌকা প্রতীক ৩৬ ভোট, আনারস প্রতীক ১৪ ভোট, মোটর সাইকেল প্রতীক ১৪ ভোট ও দোয়াত কলম প্রতীক ১৩ ভোট। বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয় পূর্ব পার্শ্বের ভবন কেন্দ্রে ঘোড়া প্রতীক ১৪৫ ভোট, হেলিকপ্টার প্রতীক ৮২ ভোট, আনারস প্রতীক ৪৮ ভোট, নৌকা প্রতীক ১১ ভোট, মোটর সাইকেল প্রতীক ৫ ভোট, দোয়াত কলম প্রতীক ৩ ভোট। বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয় পশ্চিম ও উত্তর পার্শ্বের ভবন কেন্দ্রে ঘোড়া প্রতীক ৩৩১ ভোট, হেলিকপ্টার প্রতীক ১৮৬ ভোট, আনারস প্রতীক ৭৭ ভোট, নৌকা প্রতীক ৩৯ ভোট, মোটর সাইকেল প্রতীক ৩ ভোট ও দোয়াত কলম প্রতীক ০ ভোট।

মাথিউরা ইউনিয়নে মাথিউরা দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক ১০০১ ভোট, হেলিকপ্টার প্রতীক ২৪৩ ভোট, আনারস প্রতীক ১০ ভোট, দোয়াত কলম ২ ভোট, মোটর সাইকেল প্রতীক ১ ভোট ও ঘোড়া প্রতীক ০ ভোট। নালবহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক ১১০০ ভোট, হেলিকপ্টার প্রতীক ১৫৫ ভোট, মোটর সাইকেল প্রতীক ৫৭ ভোট, দোয়াত কলম প্রতীক ১২ ভোট ও ঘোড়া প্রতীক ৬ ভোট। মাথিউরা সিনিয়র ফাযিল মাদ্রাসা কেন্দ্রে নৌকা প্রতীক ১৬৬৬ ভোট, হেলিকপ্টার প্রতীক ৮৬ ভোট, মোটর সাইকেল প্রতীক ৩৩ ভোট, আনারস প্রতীক ২০ ভোট, ঘোড়া প্রতীক ও দোয়াত কলম ০ ভোট। দুধবকসী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক ৬০৯ ভোট, হেলিকপ্টার প্রতীক ২২৩ ভোট, আনারস প্রতীক ৫৬ ভোট, মোটর সাইকেল প্রতীক ৮ ভোট, দোয়াত কলম ১ ভোট, ঘোড়া প্রতীক ০ প্রতীক। পুরুষপাল ওয়াছিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক ৫২২ ভোট, হেলিকপ্টার প্রতীক ৩৬ ভোট, আনারস প্রতীক ২৮ ভোট, দোয়াত কলম প্রতীক ৩ ভোট, মোটর সাইকেল প্রতীক ১ ভোট ও ঘোড়া প্রতীক ০ ভোট।

তিলপারা ইউনিয়নের মাটিজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক ৩০৬ ভোট, হেলিকপ্টার প্রতীক ২৫৮ ভোট, আনারস প্রতীক ২০৮ ভোট, মোটর সাইকেল প্রতীক ৯৭ ভোট, দোয়াত কলম প্রতীক ৪ ভোট, ঘোড়া প্রতীক ২ ভোট। দেবারাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ৪০৩ ভোট, নৌকা প্রতীক ২৫৯ ভোট, আনারস প্রতীক ৩৯ ভোট, মোটর সাইকেল প্রতীক ৬ ভোট, দোয়াত কলম প্রতীক ১ ভোট ও ঘোড়া প্রতীক ১ ভোট। বিবিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারস প্রতীক ২৬৯ প্রতীক, নৌকা প্রতীক ২২৯ ভোট, হেলিকপ্টার প্রতীক ২১৯ ভোট, মোটর সাইকেল প্রতীক ১০ ভোট, দোয়াত কলম প্রতীক ৮ ভোট, ঘোড়া প্রতীক ২ ভোট। নন্দকিশোর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ৩০৯ ভোট, নৌকা প্রতীক ২০৪ ভোট, আনারস প্রতীক ১৩৯ ভোট, মোটর সাইকেল প্রতীক ৯ ভোট, ঘোড়া প্রতীক ৫ ভোট ও দোয়াত কলম ২ ভোট। গাংকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ২৮০ ভোট, নৌকা প্রতীক ১৩৮ ভোট, আনারস প্রতীক ১৩৩ ভোট, মোটর সাইকেল প্রতীক ১০ ভোট, দোয়াত কলম প্রতীক ৬ ভোট ও ঘোড়া প্রতীক ১ ভোট। দাসউরা সিনিয়র আলিম মাদ্রাসা দক্ষিণ পার্শ্বের ভবন কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ৩৬৭ ভোট, আনারস প্রতীক ২৯০ ভোট, নৌকা প্রতীক ৮১ ভোট, মোটর সাইকেল প্রতীক ৩৬ ভোট, দোয়াত কলম প্রতীক ৯ ভোট, ঘোড়া প্রতীক ২ ভোট। দাসউরা সিনিয়র আলিম মাদ্রাসা উত্তর পার্শ্বের ভবন কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ২৬৪ ভোট, আনারস প্রতীক ১৫০ ভোট, নৌকা প্রতীক ৫০ ভোট, মোটর সাইকেল প্রতীক ২৩ ভোট, দোয়াত কলম প্রতীক ৩ ভোট ও ঘোড়া প্রতীক ০ ভোট।

মোল­াপুর ইউনিয়নের নিদনপুর মোল­াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল দক্ষিণ পার্শ্বের ভবন কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ৯১৭ প্রতীক আনারস প্রতীক ৫২ ভোট, নৌকা প্রতীক ৪১ ভোট, মোটর সাইকেল প্রতীক ১২ ভোট, ঘোড়া প্রতীক ৫ ভোট ও দোয়াত কলম ৩ ভোট। মুল­াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ৭০৬ ভোট, নৌকা প্রতীক ৮৮ ভোট, আনারস প্রতীক ২১ ভোট, মোটর সাইকেল প্রতীক ৮ ভোট, ঘোড়া প্রতীক ২ ভোট ও দোয়াত কলম প্রতীক ০ ভোট। পাতন-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ পার্শ্বের ভবন কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ২২৪ ভোট, মোটর সাইকেল প্রতীক ২২০ ভোট, নৌকা প্রতীক ৩০ ভোট, আনারস প্রতীক ১৩ ভোট, দোয়াত কলম প্রতীক ৩ ভোট, ঘোড়া প্রতীক ২ ভোট। পাতন-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় উত্তর পার্শ্বের ভবন কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ৪০২ ভোট, মোটর সাইকেল প্রতীক ২৫৫ ভোট, নৌকা প্রতীক ৭০ ভোট, আনারস প্রতীক ১৭ ভোট, দোয়াত কলম প্রতীক ১ ভোট ও ঘোড়া প্রতীক ০ ভোট। মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ৯০৪ ভোট, নৌকা প্রতীক ৯০ ভোট, আনারস প্রতীক ৪৮ ভোট, মোটর সাইকেল প্রতীক ২৯ ভোট, ঘোড়া প্রতীক ৫ ভোট ও দোয়াত কলম ৩ ভোট।

মুড়িয়া ইউনিয়নের বড়দেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ২২৬ ভোট, আনারস প্রতীক ১৯২ ভোট, নৌকা প্রতীক ৫৮ ভোট, মোটর সাইকেল প্রতীক ১৮ ভোট, দোয়াত কলম প্রতীক ৮ ভোট ও ঘোড়া প্রতীক ০ ভোট। মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারস প্রতীক ২৫৬ ভোট, হেলিকপ্টার প্রতীক ২৫৪ ভোট, নৌকা প্রতীক ১৬৮ ভোট, দোয়াত কলম প্রতীক ১৫ ভোট, মোটর সাইকেল প্রতীক ৮ ভোট ও ঘোড়া প্রতীক ৩ ভোট। ঘুঙ্গাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ৮৯১ ভোট, নৌকা প্রতীক ৩২৪ ভোট, আনারস প্রতীক ১৯৪ ভোট, ঘোড়া প্রতীক ১৫ ভোট, মোটর সাইকেল প্রতীক ৬ ভোট ও দোয়াত কলম প্রতীক ৫ ভোট। ছোটদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ৩৪১ ভোট, আনারস প্রতীক ১০৮ ভোট, নৌকা প্রতীক ৫৯ ভোট, মোটর সাইকেল প্রতীক ৬৫ ভোট, দোয়াত কলম প্রতীক ১৩ ভোট ও ঘোড়া প্রতীক ১ ভোট। কোনাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ৩৮৯ ভোট, আনারস প্রতীক ১৩১ ভোট, নৌকা প্রতীক ২৬ ভোট, দোয়াত কলম প্রতীক ৩ ভোট, ঘোড়া প্রতীক ২ ভোট ও মোটর সাইকেল প্রতীক ০ ভোট। ফেনগ্রাম চন্দগ্রাম বাগন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ৫৯০ ভোট, আনারস প্রতীক ৩৫ ভোট, নৌকা প্রতীক ৩৩ ভোট, মোটর সাইকেল প্রতীক ১০ ভোট, দোয়াত কলম প্রতীক ৪ ভোট ও ঘোড়া প্রতীক ০ ভোট। পূর্বমুড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ৭৩৬ ভোট, নৌকা প্রতীক ১৯৯ ভোট, আনারস প্রতীক ১৪৫ ভোট, দোয়াত কলম প্রতীক ১৪ ভোট, মোটর সাইকেল প্রতীক ৯ ভোট, ঘোড়া প্রতীক ৪ ভোট। বড়উধা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক ১৬৯ ভোট, হেলিকপ্টার প্রতীক ৮৯ ভোট, আনারস প্রতীক ৫২ ভোট, দোয়াত কলম প্রতীক ৬ ভোট, মোটর সাইকেল প্রতীক ২ ও ঘোড়া প্রতীক ২ ভোট। নওয়াগ্রাম প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ৩২১ ভোট, নৌকা প্রতীক ৫২ ভোট, আনারস প্রতীক ৩৩ ভোট, দোয়াত কলম প্রতীক ১১ ভোট, মোটর সাইকেল প্রতীক ৯ ভোট ও ঘোড়া প্রতীক ৩ ভোট। তাজপুর আভঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ৬৫৪ ভোট, আনারস প্রতীক ১৬১ ভোট, নৌকা প্রতীক ৯৫ ভোট, মোটর সাইকেল প্রতীক ৩২ ভোট, দোয়াত কলম প্রতীক ৬ ভোট ও ঘোড়া প্রতীক ৬ ভোট।

লাউতা ইউনিয়নের বাহাদুরপুর জালালিয়া মাদ্রাসা কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ৯৫৩ ভোট, নৌকা প্রতীক ৫৮ ভোট, আনারস প্রতীক ৭১ ভোট, মোটর সাইকেল প্রতীক ২২ ভোট, দোয়াত কলম প্রতীক ১৮ প্রতীক, ঘোড়া প্রতীক ৭ ভোট। টিকরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুর্ব পার্শ্বের ভবন কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ৫৩১ ভোট, আনারস প্রতীক ৫৮ ভোট, নৌকা প্রতীক ৩৯ ভোট, মোটর সাইকেল প্রতীক ১৪ ভোট, দোয়াত কলম প্রতীক ৯ ভোট ও ঘোড়া প্রতীক ৭ ভোট। টিকরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পার্শ্বের ভবন কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ৭১৫ ভোট, আনারস প্রতীক ৯৮ ভোট, নৌকা প্রতীক ৭৬ ভোট, মোটর সাইকেল প্রতীক ১৩ ভোট, ঘোড়া প্রতীক ১১ ভোট ও দোয়াত কলম প্রতীক ৬ ভোট। লাউতা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উত্তর পার্শ্বের ভবন কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ৮৫৪ ভোট, নৌকা প্রতীক ৮০ ভোট, মোটর সাইকেল প্রতীক ৪৪ ভোট, আনারস প্রতীক ৩২ ভোট, দোয়াত কলম প্রতীক ৭ ভোট ও ঘোড়া প্রতীক ২ ভোট। লাউতা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পুর্ব পার্শ্বের ভবন কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ৩৬১ ভোট, নৌকা প্রতীক ৬৭ ভোট, মোটর সাইকেল প্রতীক ৪৮ ভোট, আনারস প্রতীক ১৯ ভোট, ঘোড়া প্রতীক ৭ ভোট, দোয়াত কলম প্রতীক ৪ ভোট। জলঢুপ উচ্চ বিদ্যালয়ের উত্তর পার্শ্বের ভবন কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ৪২৮ ভোট, নৌকা প্রতীক ৮৪ ভোট, আনারস প্রতীক ২০ ভোট, ঘোড়া প্রতীক ১৮ ভোট, মোটর সাইকেল প্রতীক ১৬ ভোট, দোয়াত কলম প্রতীক ৪ ভোট। জলঢুপ উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বের ভবন কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ৭২৩ ভোট, নৌকা প্রতীক ১০৮ ভোট, আনারস প্রতীক ৫২ ভোট, ঘোড়া প্রতীক ২৯ ভোট, মোটর সাইকেল প্রতীক ১৭ ভোট ও দোয়াত কলম প্রতীক ২ ভোট। কালাইউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ৫১৮ ভোট, আনারস প্রতীক ৭০ ভোট, নৌকা প্রতীক ২২ ভোট, মোটর সাইকেল প্রতীক ১৩ ভোট, দোয়াত কলম প্রতীক ৪ ভোট ও ঘোড়া প্রতীক ২ ভোট।

পৌরসভার শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বের দ্বিতীয় তলা ভবন কেন্দ্রে আনারস প্রতীক ৩৪০ ভোট, হেলিকপ্টার প্রতীক ২৪১ ভোট, নৌকা প্রতীক ১২৯ ভোট, দোয়াত কলম প্রতীক ৮৪ ভোট, মোটর সাইকেল প্রতীক ৪ ভোট ও ঘোড়া প্রতীক ৩ ভোট। শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ ও পূর্ব পার্শ্বের ভবন কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ১৫১ ভোট, আনারস প্রতীক ১৪৩ ভোট, নৌকা প্রতীক ৫৪ ভোট, দোয়াত কলম প্রতীক ৪৭ ভোট, মোটর সাইকেল প্রতীক ৩ ভোট ও ঘোড়া প্রতীক ১ ভোট। কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইউআরসি ও পশ্বিম পার্শ্বের নিচতলা ভবন কেন্দ্রে আনারস প্রতীক ৬৬৪ ভোট, নৌকা প্রতীক ২০০ ভোট, হেলিকপ্টার প্রতীক ১৭ ভোট, ঘোড়া প্রতীক ১ ভোট, দোয়াত কলম ও মোটর সাইকেল প্রতীক ০ ভোট। কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বের দ্বিতীয় তলা ভবন কেন্দ্রে আনারস প্রতীক ৪৮১ ভোট, নৌকা প্রতীক ২১৪ ভোট, হেলিকপ্টার প্রতীক ৫১ ভোট, মোটর সাইকেল প্রতীক ৭ ভোট, দোয়াত কলম প্রতীক ২ ভোট ও ঘোড়া প্রতীক ২ ভোট। খাসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন কেন্দ্রে আনারস প্রতীক ৩৮০ ভোট, নৌকা প্রতীক ৯৩ ভোট, নৌকা প্রতীক ৭২ ভোট, ঘোড়া প্রতীক ২৪ ভোট, দোয়াত কলম প্রতীক ৩ ও মোটর সাইকেল প্রতীক ৩ ভোট। খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিন শেড ভবন কেন্দ্রে আনারস প্রতীক ২১৮ ভোট, নৌকা প্রতীক ৬৮ ভোট, হেলিকপ্টার প্রতীক ৩৫ ভোট, ঘোড়া প্রতীক ১৫ ভোট, দোয়াত কলম প্রতীক ২ ভোট ও মোটর সাইকেল প্রতীক ১ ভোট। পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের উত্তর পার্শ্বের ভবন কেন্দ্রে আনারস প্রতীক ৮২৪ ভোট, হেলিকপ্টার প্রতীক ১৭৯ ভোট, নৌকা প্রতীক ৬৮ ভোট, দোয়াত কলম প্রতীক ৩ ভোট, ঘোড়া প্রতীক ১ ও মোটর সাইকেল প্রতীক ১ ভোট। পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বের ভবন কেন্দ্রে আনারস প্রতীক ৩৩১ ভোট, হেলিকপ্টার প্রতীক ৮৬ ভোট, নৌকা প্রতীক ৩৬ ভোট, ঘোড়া, দোয়াত কলম ও মোটর সাইকেল প্রতীক কোন ভোট পাননি। বিয়ানীবাজার সরকারি কলেজ অনার্স ভবন (ইংরেজি বিভাগ) কেন্দ্রে আনারস প্রতীক ১০৬০ ভোট, হেলিকপ্টার প্রতীক ২৪৮ ভোট, নৌকা প্রতীক ২২ ভোট, ঘোড়া প্রতীক ৮ ভোট, দোয়াত কলম প্রতীক ৩ ভোট ও মোটর সাইকেল প্রতীক ১ ভোট। বিয়ানীবাজার সরকারি কলেজের একাডেমিক ভবন কেন্দ্রে আনারস প্রতীক ৪৮৪ ভোট, হেলিকপ্টার প্রতীক ১১৪ ভোট, নৌকা প্রতীক ১৯ ভোট, মোটর সাইকেল প্রতীক ৩ ভোট, ঘোড়া প্রতীক ২ ভোট ও দোয়াত কলম প্রতীক ১ ভোট। খাসাড়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ২৪৬ ভোট, আনারস প্রতীক ১৭৯ ভোট, নৌকা প্রতীক ২০ ভোট, দোয়াত কলম প্রতীক ৯ ভোট, মোটর সাইকেল প্রতীক ও ঘোড়া প্রতীক কোন ভোট পাননি। নিদনপুর সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ১২৮৫ ভোট, আনারস প্রতীক ৮৭ ভোট, নৌকা প্রতীক ৬৮ ভোট, দোয়াত কলম প্রতীক ৮ ভোট, মোটর সাইকেল প্রতীক ৬ভোট ও ঘোড়া প্রতীক ৪ ভোট। নিদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টার প্রতীক ১১৮৬ ভোট, আনারস প্রতীক ২৯ ভোট, নৌকা প্রতীক ২০ ভোট, মোটর সাইকেল প্রতীক ৫ ভোট, দোয়াত কলম প্রতীক ৩ ভোট ও ঘোড়া প্রতীক ০ ভোট পান।

 

Developed by :