ক্রীড়া সংগঠক মইজ উদ্দিনের ইন্তেকাল।। কাল ইমামবাড়ি ঈদগাহে জানাজা

স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৫, ৭:১৯ অপরাহ্ণস্টাফ রিপোর্টার: বিয়ানীবাজার পৌর এলাকার কসবা (সেরাই গুষ্টি) গ্রামের কৃতিসন্তান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. মইজ উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১২ জানুয়ারি) বিকেল ৫ টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কিছুদিন থেকে তিনি নানা রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ আগামীকাল সোমবার সকাল সাড়ে ১০ টায় হযরত গোলাবশাহ (ইমামবাড়ি) শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
এতে শুভানুধ্যায়ীদের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন কসবা-খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সাবেক সভাপতি ও মরহুমের বড় ভাই হাফিজ নাজিম উদ্দিন।
এদিকে, বিশিষ্ট সমাজসেবী মো. মইজ উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ।
এক শোকবার্তায় তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।