যুক্তরাজ্য প্রবাসী মুন্নার পিতার ইন্তেকাল, জানাজা রাত ১০ টায় ।। শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৫, ৬:১৫ অপরাহ্ণশফিক উদ্দিন
স্টাফ রিপোর্টার: তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র স্পোর্টস সেক্রেটারি রেদওয়ান আহমেদ মুন্নার পিতা সদরপুর (নালগ্রাম) গ্রামের বিশিষ্ট সমাজসেবক শফিক উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (০৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬২ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ আজ রাত ১০টায় সদরপুর বায়তুন নাজাত জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হইবে। এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে।
শোক প্রকাশ
যুক্তরাজ্য প্রবাসী রেদওয়ান আহমেদ মুন্নার পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক জুবের আহমদ।
এক শোকবার্তায় তারা মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এছাড়াও শোক প্রকাশ করেছেন সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ।