বিয়ানীবাজার পৌরশহরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি ও সভা অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৫, ৭:৪১ অপরাহ্ণবিয়ানীবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (০১ জানুয়ারি) দুপুরে বিয়ানীবাজার উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
পরে নিউ মার্কেট মোড়ে অনুষ্ঠিত হয় পথসভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, সাবেক কাউন্সিলর মিসবাহ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মিসবাহ উদ্দিন বলেন, আজকের দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তরুণ মেধাবী ছাত্রদের নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করেন। তিনি বলেন, দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদল রাজপথে ছিল। একইভাবে শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনে ছাত্রদল রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে। এমনকি ভোটের অধিকার প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে।
জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আহসান জামিল এর সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদল নেতা জাবেদ আহমদ ও পৌর ছাত্রদল নেতা ফয়সাল আহমদ হাসানের পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়েজ আহমেদ।

বিয়ানীবাজার পৌরশহরে ছাত্রদলের র্যালি
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহানে আলম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক লিমন আহমদ, উপজেলা ছাত্রদল নেতা রেজাউল হক, কবির আহমদ, আকমল হোসেন, সাইদুল হক, অলিউর, হায়দর আহমদ, আলিনগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সহ সভাপতি সাজেল, দুবাগ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহেদ আহমদ, সহ সভাপতি শিব্বির, পৌর ছাত্রদল নেতা ওমর আহমদ, মাজহারুল ইসলাম, কলেজ ছাত্রদল নেতা শাহেদ আহমদ, রিমু উদ্দিন, ফাহিম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি