বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের ভূমিদাতা সদস্য ডা. মাহফুজুর রহমান খালেদ সংবর্ধিত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ণস্টাফ রিপোর্টার: নবপ্রতিষ্ঠিত ‘বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়’ এর ভূমিদাতা সদস্য, যুক্তরাষ্ট্র প্রবাসী ডা. মাহফুজুর রহমান খালেদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে গোলাবিয়া পাবলিক লাইব্রেরি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত ডা. খালেদ আনুষ্ঠানিকভাবে স্কুলের এক শতক ভূমির মূল্য হিসেবে সাড়ে ৪ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন।
বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের উপদেষ্টা ও বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জিয়া উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান খালেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, পঞ্চখন্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রব, পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাসিব জীবন, ঘুঙ্গাদিয়া বড়দেশ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উচ্চ বিদ্যালয়ের উদ্যোক্তা মঈন উদ্দিন, কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হান্নান, স্কুলের উদ্যোক্তা সদস্য হাসান আহমদ, উচ্চ বিদ্যালয় উদ্যোক্তা কমিটির অর্থ বিষয়ক আহ্বায়ক আব্দুল বাসিত টিপু, যুক্তরাষ্ট্র প্রবাসী সাফরান সামির রহমান।
সভায় বক্তারা বলেন, বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয় এতদ্বঞ্চলের মানসম্মত শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তারা এ বিদ্যালয় প্রতিষ্ঠায় যেসকল দেশি-বিদেশী শিক্ষানুরাগী ব্যক্তি অবদান রেখেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তাঁরা বিদ্যালয়ের অগ্রযাত্রায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেনম বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, উপদেষ্টা আহমদ মহসিন বাবর, উদ্যোক্তা আব্দুল কুদ্দুস, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক ফয়সাল আহমদ, উদ্যোক্তা ও ভবন নির্মাণ কমিটির আহবায়ক সাইফুল আলম ঝুনু, উদ্যোক্তা সদস্য খসরুজ্জামান খছরু, বিয়ানীবাজার গণদাবি পরিষদের সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম, রাজনীতিবিদ সাব রানা, শিক্ষানুরাগী কামাল সামী, উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, শিক্ষানুরাগী বদরুল হোসেন, উদ্যোক্তা সদস্য ইফজাল আহমদ শামীম, আলাল উদ্দিন, মোস্তাক আহমদ কাজল, জয়নাল আবেদীন, গোলজার আহমদ রাহেল, সাইফুদ্দিন নোমান, ইমাম হাসনাত সাজু, অসীম বাবু প্রমুখ।
পরে প্রধান অতিথিসহ উপস্থিত নেতৃবৃন্দ বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন।