জামিনে মুক্তি পেল স্কুল ছাত্র তামজিদ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৪, ৮:১৬ অপরাহ্ণস্টাফ রিপোর্টার: চারদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছে স্কুল ছাত্র তামজিদ আহমদ। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে সে মুক্তিলাভ করে।
এর আগে গতকাল বৃহস্পতিবার সিলেট আদালতে তার জামিন প্রার্থনা করা হলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ১৭ বছরের ওই কিশোরের জামিন মঞ্জুর করেন।
জানা যায়, মহান বিজয় দিবসে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করায় পুলিশ গ্রেফতার করে স্কুল ছাত্র তামজিদ আহমদকে (১৭)। গত সোমবার বিকাল সাড়ে ৫টায় বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করা হয়।
সে ঐ স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। সে ছাত্রলীগের একজন সমর্থক।
পরদিন সকালে বিজ্ঞ আদালতে ঐ মামলায় (মামলা-১, তাং ০১/১০/২০২৪) গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়।
সে চারখাই ইউনিয়নের কাকুরা পশ্চিমপাড়া এলাকার লিপন আহমদের ছেলে।