বিয়ানীবাজারে যুবলীগ নেতা জুয়েল আটক
স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৪, ২:১৭ পূর্বাহ্ণসিলেট জেলা ছাত্রলীগের সাবেক কোষাধ্যক্ষ ও বিয়ানীবাজার উপজেলা যুবলীগ নেতা মো. মাহবুব হোসেন জুয়েলকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০ টায় সাদা পোশাকের একদল পুলিশ পৌরশহর থেকে তাকে আটক করে।
তার বাড়ি কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গারজুর গ্রামে।
আটক জুয়েল এর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন মামলা নেই বলে জানা গেছে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী জানান, ৫ আগস্ট সরকার পতন পরবর্তী থানায় দায়ের হওয়া একটি মামলার আসামী হিসেবে তাকে আটক করা হয়েছে। বুধবার তাকে আদালতে প্রেরণ করা হবে। হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।