চারখাই ইউপি চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২৪, ৬:১৫ অপরাহ্ণস্টাফ রিপোর্টার: বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন পরিষদের চেয়াম্যোন হোসেন মুরাদ চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল ৩টায় সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল।
জানা যায়, গত ০৫ আগস্ট বিয়ানীবাজার থানা ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ এর সময় পুলিশের গুলিতে নিহত তারেক আহমদ হত্যা মামলার এজাহারভুক্ত ১৭ নং আসামী ইউপি চেয়ারম্যান মুরাদ। তিনি চারখাই ইউনিয়নের জালালনগর গ্রামের মৃত ময়নুল হোসেন চৌধুরীর ছেলে।
এদিকে, নিহত তারেক আহমদের মাতা ইনারুন নেছা গত ২০ আগস্ট থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় পেশাদার ৫ সাংবাদিকসহ ৭৫ জনকে আসামি করা হয়। এর দু’দিন পর বাদি ইনারুন নেছা ‘তাকে ভুল বুঝিয়ে এ মামলা দায়ের করানো হয়েছে’ উল্লেখ করে মামলাটি প্রত্যাহারের জন্য সিলেটের আদালতে আবেদন করেন।
আজ ইউপি চেয়ারম্যান মুরাদকে গ্রেফতারের পর বিয়ানীবাজার থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।