বিয়ানীবাজার পৌরসভার সাবেক প্রশাসক তফজ্জুল হোসেনের ইন্তেকাল ॥ বৃহস্পতিবার জানাজা
স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৪, ৯:৩৫ অপরাহ্ণস্টাফ রিপোর্টার: বিয়ানীবাজার পৌরসভার সাবেক প্রশাসক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. তফজ্জুল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার বেলা দু’টায় সিলেট নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ভাই, তিন পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর (বেলা সোয়া দু’টায়) পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন মরহুমের ভাতিজা যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক মনোয়ার হোসেন লিটন।
এদিকে, সাবেক জনপ্রতিনিধি ও সালিশ ব্যক্তিত্ব মো. তফজ্জুল হোসেন এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ। তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এছাড়া তফজ্জুল হোসেন এর মৃত্যুতে জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনীতিবিদ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।