জামায়াত-শিবির নিষিদ্ধ

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২৪, ৪:৩৮ অপরাহ্ণজামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দেয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে।
এর আগে স্বারাষ্ট্রমন্ত্রী বলেছেনে, সন্ত্রাস দমন আইনের ১৮ অনুচ্ছেদ অনুযায়ী জামায়াতকে নিষিদ্ধ করা হচ্ছে।
দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছিলেন, জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও তাদের অঙ্গসংগঠনগুলোকে সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী নিষিদ্ধ করার জন্য আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
এদিকে গতকাল বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, জামায়াত-শিবির আগেই নিষিদ্ধ ছিলো৷ মুক্তিযুদ্ধের পক্ষ এবং সুশীল মানুষ জামায়াতকে নিষিদ্ধের কথা বলে আসছে৷ এটা সাধারণ মানুষের দাবি ছিলো৷ এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ১৪ দলও জামায়াত-শিবিরকে নিষিদ্ধের পরামর্শ দিয়েছিলো৷ চলমান পরিস্থিতি তৈরি করেছে জামায়াত-শিবির। শিক্ষার্থীদের সামনে রেখে জামায়াত-শিবির ও বিএনপি ধ্বংসাত্মক কাজ করেছে। তাদের বিচারের মুখোমুখি করতেই নিষিদ্ধ করা হচ্ছে।
গত মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছিলেন, জামায়াত-শিবিরকে বুধবারের মধ্যে নিষিদ্ধ করা হবে। নির্বাহী আদেশের মাধ্যমে এটি করা হবে।