সিলেটে হরতালেও গণপরিবহন চলবে
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৩, ৮:৫৯ অপরাহ্ণআজকের হরতাল মানবেন না সিলেটের পরিবহন শ্রমিকরা। হরতাল ঘোষণার পর ঢাকা ও সিলেটে পরিবহন চালানোর ঘোষণা দিয়েছেন বাস মালিক ও পরিবহন শ্রমিক সমিতি।
শনিবার সন্ধ্যায় সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম বলেন, ‘আমরা এ হরতালের পক্ষে নই। বাস মালিক সমিতির সিদ্ধান্তের আলোকে রোববার আমাদের শ্রমিকরা যথারীতি গাড়ি নিয়ে রাস্তায় বের হবেন।’
এ ছাড়া রোববার হরতালে গণপরিবহন চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা বাস মালিক সমিতি।
এদিকে, দলীয় কর্মসূচি ঘোষণার পরপরই শনিবার বিকেলে সিলেটে সর্বাত্মক হরতাল পালনের আহবান জানিয়েছে জেলা বিএনপি।
সিলেট জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মাহবুব আলম এক বিজ্ঞপ্তিতে বলেন, দেশের গণতন্ত্র, বাক স্বাধীনতা ও ভোটাধিকার প্রতিষ্ঠায় রোববার সিলেট জেলার সর্বত্র সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালন করার জন্য দলীয় নেতাকর্মীসহ সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট বিএনপি ও অঙ্গ-সহযোগী সংঠনের নেতাকর্মীদের একাংশ ঢাকায় থাকলেও বড় অংশ সিলেটে রয়ে গেছেন। রোববার সকাল থেকে তারা সিলেটের রাস্তাঘাট দখলে নিয়ে হরতাল সফল করবেন। এ ছাড়া আমরা যারা ঢাকায় আছি, তারা রাতেই বিভিন্নভাবে সিলেটে ফেরার কথা রয়েছে।