জামিল ইকবাল এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান পুননির্বাচিত

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২২, ৯:৪০ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: এনআরবি ব্যাংক লিমিটেড এর ভাইস চেয়ারম্যান পুননির্বাচিত হয়েছেন মোহাম্মদ জামিল ইকবাল। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে এ পদে নির্বাচিত করা হয়।
বিয়ানীবাজার উপজেলার কৃতিসন্তান জামিল ইকবাল দেশের অন্যতম বৃহৎ কনস্ট্রাকশন কোম্পানী মেসার্স এমডি জামিল ইকবাল লিমিটেড এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। এছাড়া দেশের বৃহত্তম কনস্ট্রাকশন ম্যাশিনারিজের আমদানিকারক। তিনি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র একজন সদস্য।
জামিল ইকবাল সিলেটের সর্বোচ্চ কর প্রদানকারী হিসেবে ৮ বার জাতীয় পুরস্কারে ভূষিত হন।