বিশ্বনাথে স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে সড়ক পরিস্কার

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০১৯, ১২:৩৫ পূর্বাহ্ণবিশ্বনাথ: সিলেটের বিশ্বনাথে স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে উপজেলার দশঘর ইউনিয়নের প্রায় সাড়ে ৩ কিলোমিটার সড়কের ঝোঁপঝাড় পরিস্কার করেছে রাহে জান্নাত হেলপ সোসাইটি নামক একটি সামাজিক সংগঠন।
শুক্রবার সকাল ৭টা থেকে পরিস্কার অভিযান শুরু করে সাড়ে ১১টা পর্যন্ত সংগঠনের ৪৫ জন সদস্য টানা কাজ করে ‘সাড়ইল হতে মাছুখালী বাজারস্থ দশঘর নিজামুল উলুম উচ্চ বিদ্যালয় পর্যন্ত সড়কটি’ মানুষ চলাচলের উপযোগী করে তুলেছে সংগঠনের নেতৃবৃন্দ। এতে এলাকার ৩/৪টি গ্রামের শিক্ষার্থী সহযেই বিদ্যালয়ে আসতে পারবে। এছাড়া এলাকাবাসীও উপকৃত হবেন।
পরিস্কার অভিযানের উদ্বোধন করেন দশঘর নিজামুল উলুম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠক আনোয়ার হোসেন, দিলু মিয়া, হেলাল মিয়া, জুনাব আলী।
এ সময় রাহে জান্নাত হেলফ সোসাইটির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমানসহ উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য জামাল মিয়া, জাহেদ উদ্দিন, শামীম আহমদ, দিলু মিয়া, তোফায়েল আহমদ, ঝুমন আহমদ, আবদাল আবেদীন, মাছুম আহমদ, সাজন মিয়া, রুহুল আমীন, মোজাহিদ আলী, সেবুল মিয়া, সালমান জাহেদী, জাহাঙ্গীর আলম, মনসুর হোসেন, ছাতির মিয়া, জাকির হোসেন, রাসেল মিয়া, সবুজ দাশ, সোহাগ আহমদ, সাজান আহমদ, শিপু মিয়া প্রমুখ।