সিলেট আওয়ামী লীগের বর্ণাঢ্য শোভাযাত্রা রবিবার

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০১৯, ১০:৩৪ পূর্বাহ্ণসিলেট: বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীতে বর্নাঢ্য শোভাযাত্রা করবে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।
রবিবার (২৩ জুন) সকাল ১১টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে শোভাযাত্রা শুরু হবে।
এতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সকল নেতাকর্মী, উপজেলা, ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের স্ব স্ব ব্যানার ও মিছিল সহকারে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।